সীমান্তে অফিস নির্মাণের চেষ্টা বিজেপির, থামালো বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:১০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকার ১৯৯৪-৪/এস পিলারের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের অফিস নির্মাণ করার চেষ্টা করেছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে বাধা দিয়েছেন ধর্মঘর কোম্পানি কমান্ডার আবু বক্কর। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মজুদ রাখা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে পাকা করে এই পার্টি অফিস নির্মান করা হচ্ছে। সে কারণে এতে বাধা দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পতাকা বৈঠক হবার কথা রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।