বেনাপোলে পরকীয়ার জেরে খুন হন এনজিওকর্মী নয়ন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০১ জানুয়ারি ২০২১

যশোরের বেনাপোল বন্দরের এনজিওকর্মী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত আলামিন ইসলাম নয়ন হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন। পরকীয়ার কারণে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেফতাররা হলেন, প্রতিবেশী ইজিবাইক মিস্ত্রী জহুরুল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার কটিলা।

পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে মাত্র দুইদিনের মাথায় খুনিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। পরকীয়ার জেরে হত্যার শিকার হন নয়ন। প্রতিবেশী জহুরুলের স্ত্রী কামরুন্নার কটিলার সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জেনে ফেলে জহুরুল। পরে স্ত্রীর সহযোগিতায় পরিকল্পিতভাবে নয়নকে হত্যা করে তারা। এ হত্যায় অংশ নেয় জহুরুল ও তার স্ত্রী কটিলা।

গোয়েন্দা পুলিশের এসআই শামিম হোসেন জানান, গ্রেফতাররা হত্যার দায় স্বীকার করেছেন এবং কিভাবে হত্যা করেছে তার বর্ণনা দিয়েছেন। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত রোববার (২৭ ডিসেম্বর) রাতে কোনো একসময় আলমিনকে কটিলা বেগম কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে পাশের একটি বাগানে ডেকে কথা বলতে থাকে। এ সময় পূর্বপরিকল্পিতভাবে পিছন দিক থেকে কটিলার স্বামী জহুরুল গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাকে ফেলে যায়। পরের দিন সোমবার (২৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জামাল হোসেন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।