দিনাজপুরে নেই কোনো বিদ্রোহী প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০১ জানুয়ারি ২০২১

দ্বিতীয় ধাপে নির্বাচন হবে দিনাজপুর পৌরসভায়। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে জেলা যুবলীগ সভাপতি রাশেদ পারভেজ, বিএনপি থেকে বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, কাস্তে মার্কা নিয়ে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিপিবি) অ্যাডভোকেট মো. মেহেরুল ইসলাম ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাবিবুর রহমান রানা। তবে কোনো স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী নেই।

৫ প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় সবচেয়ে পিছিয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাবিবুর রহমান রানা। তিনি মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন। আওয়ামী লীগের প্রার্থী রাশেদ পারভেজ মাষ্টার্স ও এমবিএ সম্পন্ন করেছেন। বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টির প্রার্থী আহম্মেদ শফি রুবেল বি.কম পাশ এবং সিপিবির অ্যাডভোকেট মো. মেহেরুল ইসলাম এলএলবি করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থী রাশেদ পারভেজ ২ লাখ টাকা, বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ৩ লাখ টাকা, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল ৫ লাখ টাকা, সিপিবির মেহেরুল ইসলাম ১ লাখ ৫০ হাজার টাকা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাবিবুর রহমান রানা ১ লাখ ৫০ হাজার টাকা নির্বাচনে খরচ করতে চান।

এমদাদুল হক মিলন/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।