গোল্ডেন জামালপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:২২ এএম, ০২ জানুয়ারি ২০২১

প্রতিবছরের মতো চলতি শীত মৌসুমেও জামালপুরে শীতার্ত ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে ফেসবুকভিত্তিক মানবিক দল ‘গোল্ডেন জামালপুর’।

নতুন বছরের প্রথমদিন শুক্রবার (১ জানুয়ারি) জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৩৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান।

কম্বল বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোল্ডেন জামালপুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেলালুজ্জামান, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুরী, গোল্ডেন বন্ধু সোমা সোবহান, শামীম আজাদ, সাহিদা ফেরদৌসী, প্রতিবন্ধী ব্যক্তি বাপ্পী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোল্ডেন জামালপুরের মডারেটর আশরাফুজ্জামান স্বাধীন।

শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোল্ডেন জামালপুরের প্রশাসক চিকিৎসক শামীমা সোবহান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তার বন্ধুদের কাছে শীতার্ত মানুষের জন্য সহায়তা চেয়ে আবেদন জানান। আবেদনে সাড়া দিয়ে এক সপ্তাহের ব্যবধানে অনুদানপ্রাপ্ত টাকায় সাড়ে তিনশ কম্বল কেনা হয়।

Jamalpur-(2).jpg

কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকলেছুর রহমান গোল্ডেন জামালপুরের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভার্চুয়াল দুনিয়ায় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যখন অনেকেই বিনোদন এবং বিতর্কিত বিষয় নিয়ে অধিকমাত্রায় সময় অপচয় করে থাকেন, তখন গোল্ডেন বন্ধুরা সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করছেন। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলোক আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ, গোল্ডেন জামালপুর প্রতিবছর বন্যায়, শৈত্যপ্রবাহ এবং চলমান মহামারি করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত শিশু, জটিল রোগে আক্রান্ত রোগী, প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় গোল্ডেন জামালপুর।

গোল্ডেন জামালপুরের বেশি কয়েকজন সদস্য জানান, গোল্ডেন জামালপুর শুধু বিনোদনের মাধ্যমই নয়; সামাজিক ও মানবিক কাজে বর্তমানে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে গেছে। আমরা সবাই নিবেদিত। গোল্ডেন জামালপুরের ডাকে আমরা দ্রুত সাড়া দিয়ে থাকি।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।