ফেনী নদীতে অবমুক্ত ১৪০ কচ্ছপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০২ জানুয়ারি ২০২১

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) রামগড় জোনের সদস্যরা অভিযান চালিয়ে চোরাকারবারীদের কাছ থেকে ১৪০টি কচ্ছপ উদ্ধার করেছে। পরে কচ্ছপগুলো সীমান্ত সংলগ্ন ফেনী নদীতে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ৪৩ বিজিবির রামগড় ব্যাটালিয়নের আওতাধীন কয়লার মুখ বিজিবি চেকপোস্ট অতিক্রমকালে মাহেন্দ্রগাড়ি তল্লাশি চালিয়ে তিন বস্তা ভর্তি ১৪০টি কচ্ছপ উদ্ধার করে বিজিবি সদস্যরা। বিভিন্ন সাইজের উদ্ধারকৃত কচ্ছপগুলো পাহাড়ের কোনো জলাশয় থেকে চট্টগ্রামের নাজিরহাট নেয়া হচ্ছিল বলে জানায় বিজিবি।

পরে উদ্ধারকৃত কচ্ছপগুলি বন্য প্রাণিসংরক্ষণ আইনে জব্দ করে বিজিবির রামগড় ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।

jagonews24

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির নায়েক সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে উদ্ধারকৃত কচ্ছপগুলি শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রামগড় বিজিবির বিশেষ ক্যাম্প সংলগ্ন ফেনী নদীতে অবমুক্ত করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।