নন্দীগ্রামে আ.লীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোরশেদুল বারীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে তহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার (২ জানুয়ারি) রাতে এ মামলা করেন।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এবং আওয়ামী লীগ নেতা মজনুর রহমান মজনু আপন দুই ভাই। মজনু কুমিরা পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মজনুর রহমান মজনু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের আয়োজন করেন। এ সময় তার আরেক ভাই ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এসে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বই বিতরণের দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাবেক দুই ইউপি সদস্যসহ তিনজন আহত হয়। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয় ।
এই ঘটনায় আহত সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে তহিদুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোরশেদুল বারীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী এবং তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজনুর রহমান দুজনই আগামী মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। এ নিয়ে দুজনই এলাকায় আগাম গণসংযোগ ও নেতাকর্মীদের সংগঠিত করছেন। ইউপি নির্বাচনে মনোনয়ন চাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন বিরোধ তুঙ্গে। এরমধ্যে মজনুর রহমান কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা কমিটির সভাপতি পদে রয়েছেন। মোরশেদুল তাকে সরিয়ে তার (মোর্শেদুলের) সমর্থককে সভাপতি করতে চেয়েছিলেন। কিন্তু মজনুরকে সভাপতি করে অ্যাডহক কমিটির মনোনয়ন দিয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এদিকে নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ভাটরা ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।
এসআর/এমএস