বিদ্রোহী হওয়ায় পৌর আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২১

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত মোশাররফ হোসেন বাবুল বর্তমানে বীরগঞ্জ পৌরসভার মেয়র। তিনি ১৭ মাস আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বীরগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে নির্বাহী কমিটিরর জরুরি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ বীরগঞ্জ পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলামকে সমর্থন দেয়। কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মোশাররফ হোসেন বাবুল নির্বাচনে অংশ নেন। সভায় মোশাররফ হোসেন বাবুলকে গঠনতন্ত্র অনুযায়ী বীরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের সভাপতিসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এমদাদুল হক মিলন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।