শেরপুরে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় হামলা, আহত ১০
বগুড়ার শেরপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুস সাত্তারের নৌকা মার্কার প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া বলেন, সোমবার (৪ জানুয়ারি) রাত অনুমানিক সোয়া ১০টার দিকে পৌর এলাকার দ্বাড়কিপাড়ায় আব্দুস সাত্তারের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে বেশ কয়েকজন নেতাকর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত শহরের টাউন কলোনী এলাকার সাব্বির হোসেন, নিরব মিয়া, হযরত আলীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া কারিমুল ইসলাম, মানিক, সুমন, নাজমুল ইসলাম, সুমন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এএইচ/এমকেএইচ