২ হাজার বোতল রেকটিফায়েড স্পিরিটসহ হোমিও চিকিৎসক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৫ জানুয়ারি ২০২১

গাইবান্ধার পলাশবাড়ী শহরের ফারুক হোমিও হলে অভিযান চালিয়ে দুই হাজার বোতল পানের অযোগ্য রেকটিফায়েড স্পিরিটসহ আফরাফ আলী (৪৫) নামের এক হোমিওপ্যাথি চিকিৎসক আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গাইবান্ধা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিফ আহম্মেদ।

এর আগে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে বিকেলে তাকে আটক করা হয়।

Spirit-(2).jpg

সহকারী পরিচালক শরিফ আহম্মেদ জানান, সরকারি অনুমতি ছাড়া কেউ রেকটিফায়েড স্পিরিট বিক্রি করতে পারবেন না। কিন্তু পলাশবাড়ীতে রেকটিফায়েড স্পিরিট অবাধে বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পলাশবাড়ী শহরের ফারুক হোমিও হলে অভিযান চালানো হয়। পরে তার দোকান থেকে দুই হাজার বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়। এ সময় ফারুক হোমিও হলের মালিক আফরাফ আলীকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জাহিদ খন্দকার/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।