ব্যবসায়ীকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:১৮ এএম, ০৬ জানুয়ারি ২০২১

বগুড়ার শেরপুরে ফরিদ উদ্দিন (৪৩) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ফরিদ উদ্দিন ওই গ্রামের কোরবান আলীর ছেলে। স্থানীয় ছোনকা বাজারে তার রড-সিমেন্টের ব্যবসা রয়েছে। ব্যবসায়ী ফরিদ উদ্দীনকে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো ছোনকা বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। নিজ বাড়ির সামনে পৌঁছামাত্র দৃর্বৃত্তরা তার ওপর হামলা করে। ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুর্বৃত্তরা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে লাশ আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।