কাহালুতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৬ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম আলী সরদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে কাহালু সরকারি কলেজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

তিনি কাহালু পৌর এলাকার লক্ষীপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ইব্রাহিম আলী সরদার খেজুর গাছ লাগানোর জন্য রেললাইন পার হওয়ার সময় সান্তাহারগামী ট্রেনের ধাক্কা লাগে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় প্রভাষক মো. শাহাবুদ্দিন। তবে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল বলেন, এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি, খোঁজখবর নেয়া হচ্ছে।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।