সিএনজির চাকায় মিলল ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২১

বগুড়ার আদমদীঘিতে সিএনজি চালিত অটোরিকশার পেছনের চাকার ডালায় মিলল ফেনসিডিল। এ সময় ওই সিএনজির চালক ও এক যাত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আকতারুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট কাঠগড় গ্রামের শাজাহার আলী সাজুর ছেলে ও হৃদয় মোবারকপুর (মুনসিটোলা) গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, বগুড়াগামী সিএনজি চালিত অটোরিকশায় বেশ কিছু ফেনসিডিল পরিবহন করা হচ্ছে। এমন সংবাদে বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার ইন্দইল ইত্তেহাদ প্লাস্টিক কারখানার সামনে সিএনজিটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তিনি আরও জানান, সিএনজির পেছনের চাকার ডালায় প্লাস্টিক দিয়ে কৌশলে বেঁধে রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চালক ও যাত্রী বেশে মাদক বহনকারীদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।