লাঠি দিয়ে পিটিয়ে বড় ভাইকে খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে লাঠি দিয়ে পিটিয়ে বড় ভাইকে খুন করেছে ছোট ভাই। এই ঘটনায় নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া গ্রামের দক্ষিণ মাধবপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের মৃত সাহেদ উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৩০)। গুরুতর আহত নারী তার স্ত্রী আনজুআরা বেগম (২৫)। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিন বেশ কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে মুক্তার হোসেন ছোট ভাই রুহুল আমিনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে রুহুল আমিনের কাছে একটি চিঠি আসে। চিঠিতে দুই ভাইকে পরিষদে যাওয়ার জন্য বলা হয়।

তিনি আরও জানান, এতে রুহুল আমিন বড় ভাই মুক্তার হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এসময় মুক্তার হোসেনকে বাঁচাতে এগিয়ে আসলে স্ত্রী আনজুআরা বেগমকেও লাঠি দিয়ে আঘাত করে রুহুল আমিন। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রুহুল আমিন পালিয়ে যান। উদ্ধার করে তাদেরকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আনজুআরা বেগমকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করেন।

বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমদাদুল হক মিলন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।