বরাদ্দ অর্থে গৃহহীনদের ঘর আরও ভালো করা যেত
দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণে যে বরাদ্দ ছিল, তা দিয়ে গৃহহীনদের জন্য আরও ভালো ঘর করা যেত বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর পোরশায় গাংঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, পোরশা উপজেলায় দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরই জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে ঘরগুলো দেখতে বলেছেন। আমরা দেখেছি। ঘরগুলো আরও একটু ভালো করা যেত। তবে কারিগরদের (মিস্ত্রি) অদক্ষতায় কাজের কিছুটা ত্রুটি হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসিন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও গাংঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ।
পরে তিনশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, পোরশা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের জন্য ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে নির্মিত দুর্যোগ সহনীয় ৬৩টি ঘর নির্মিত হয়। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে ৫৪টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
আব্বাস আলী/এসজে