৪০০ মানুষের মুখে হাসি ফোটাল সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০২১

কনকনে হিমেল হাওয়া আর ঘনকুয়াশায় পাহাড়ে শীতের তীব্রতা বেড়েই চলছে। তীব্র শীতে কষ্টের শেষ নেই পাহাড়ের খেটে-খাওয়া হতদরিদ্র অসহায় পাহাড়ী-বাঙ্গালীদের।

পাহাড়ের হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোন। সেনাবাহিনীর দেয়া মোটা কম্বলের উষ্ণতায় বিমোহিত পাহাড়ের শীতার্ত মানুষ।

রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে চার শতাধিক বিধবা, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন এনডিসি, এএফডব্লিউসি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাটিরাঙ্গা সেনা জোন এ আয়োজন করে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি নবাগত জোন কমান্ডার লে.কর্ণেল মো. মোহসীন হাসান ও গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মইনুল আলম ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন এনডিসি, এএফডব্লিউসি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে দেশপ্রেম, দেশ রক্ষা এবং জনগণের সেবা করা। আজকের দিন আমাদেরকে সে চেতনাই মনে করিয়ে দেয়।

আজকের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। জাতির পিতার সম্মানে সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় পাহাড়ের দুর্গম জনপদে অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের সেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর দেয়া কম্বলে শীত নিবারণের কথা জানিয়ে মাটিরাঙ্গার চক্রপাড়ার ষাটোর্ধ্ব আলো রানী চাকমা ও পাইচান্দা মারমা বলেন, সেনাবাহিনী সবসময় আমাদের সহযোগিতা করে। এই শীতেও সেনাবাহিনী কম্বল দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে।

নবীনগরের বিধবা হাসিনা বেগম বলেন, এই কম্বলে আমার শীতের কষ্ট লাঘব হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।