আ.লীগ-বিএনপি কারোরই অভিযোগের শেষ নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১২ জানুয়ারি ২০২১

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই প্রার্থী দুই দফায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর পাল্টাপাল্টি ৪টি অভিযোগ করেছেন।

সোমবার নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ায় লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু। এর আগে রোববার দুপুরে ৪টি ক্যাম্প ভাঙচুরের ঘটনায় অভিযোগ করেন বিএনপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু।

তাদের দায়ের করা অভিযোগে জানা যায়, সান্তাহার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বশিপুর গ্রামে রাতের আঁধারে নৌকার নির্বাচনী অফিস (ক্যাম্প) ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির লোকজন। এতে ওই অফিসের কাপড়, পোস্টার, খুঁটি পুড়ে গেছে।

এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে ধানের শীষের ৪টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অফিস বন্ধ করতে হুমকি দিয়েছে বলে রোববার দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টুও পাল্টা অভিযোগ করেছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু জানান, নৌকার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অফিস ভাঙচুর ও আগুন দিয়েছে বিএনপির লোকজন। এর আগেও গত ৩ জানুয়ারি নৌকার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার কারণে বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টুসহ ১৬ জনের নামে লিখিত অভিযোগ করা হয়েছিল। এবারের ঘটনাতেও বিএনপির লোকজনের বিরুদ্ধে ফের অভিযোগ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

বিএনপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, পোস্টার ছেঁড়া ও ক্যাম্প ভাঙচুরের ঘটনায় পহেলা জানুয়ারি ও রোববার দুপুরে পরপর দুইবার নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ও তার ছেলেসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন যেন না হয় এজন্য শুরু থেকেই প্রতিপক্ষ নৌকার প্রার্থী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ গ্রহণের পর জেলা নির্বাচন অফিসারের কাছে সেগুলো পাঠিয়ে দেয়া হয়েছে। এ ব্যপারে তারাই পরবর্তী পদক্ষেপ নেবেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।