কুয়াশায় ট্রেন দেখতে না পেয়ে প্রাণ গেল যুবকের
কুয়াশায় ট্রেন দেখতে না পেয়ে বগুড়ার আদমদীঘিতে কাজী আসাদুল খন্দকার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় সান্তাহার রেলস্টেশনের অদূরে মালশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসাদুল উপজেলার সান্দিড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।
রেলওয়ে থানা পুলিশ জানায়, উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রাম এলাকায় রেললাইনের ওপর দিয়ে পার হচ্ছিলেন যুবক আসাদুল। এ সময় ঘন কুয়াশায় পারবতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি দেখতে পাননি আসাদুল। পরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, ওই যুবক দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন। কুয়াশায় ট্রেনটি দেখতে না পাওয়ায় ফাঁকা স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এসএমএম/এমকেএইচ