কাপাসিয়ায় ৬ ইটভাটা গুঁড়িয়ে ৩৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১২ জানুয়ারি ২০২১

গাজীপুরের কাপাসিয়ার আড়াল বাজার ও ধানদিয়া এলাকায় ছয় ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কাপাসিয়ার আড়াল বাজার এলাকায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই এলাকার মনির মোল্লার মেসার্স এম কে বি ব্রিকস, খন্দকার আলমগীর হোসেনের আড়াল ব্রিকস সেন্টার ও আলাউদ্দিন লস্করের মেসার্স ফোর ফ্রেন্ড ব্রিকস, ধানদিয়া এলাকায় দ্বীন ইসলামের সততা ব্রিকস, ইকবাল হোসেনের ফাইভ ব্রাদার্স ব্রিকস (এফবিবি), মোশারফ হোসেনের এজেএম ব্রিকস ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এর আগে ফায়ার সার্ভিস দিয়ে ওইসব ইটভাটার আগুন নেভানো হয়। এ সময় ওই ছয় ইটভাটা মালিককে ছয় লাখ করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া, পরিদর্শক দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়া গাজীপুর র‌্যাব-১, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

আমিনুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।