ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুধ বিক্রেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, দুপুরে নয়াদিল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ট্রেনের চালক হুইসেল বাজানোর পরও বৃদ্ধ ফিরোজ মিয়া শুনতে পাননি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজিজুল সঞ্চয়/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।