ভ্যানচালক সেজে আসামিকে ধরল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২১

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম আরিফ কারিগর (৪৯)। তিনি কুমারখালী থানার জিআর মামলায় এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকা থেকে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল তাকে গ্রেফতার করে।

আরিফ ওই এলাকার মৃত আজিজুল হক কারিগরের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শিমুল ভ্যানচালক সেজে আসামিকে ধরার জন্য অপেক্ষা করছিলেন। পরে একটি চায়ের দোকান থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ কারিগরকে গ্রেফতার করেন তিনি।

জিআর মামলায় ( মামলা নম্বর ৪৪৩/১৮) সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আরিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আল-মামুন সাগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।