উল্লাপাড়ায় জাল ভোট দিতে এসে যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দিতে এসে শওকত আলী (৪০) নামের এক যুবক আটক হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভট্ট কাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক শওকত আলী নবগ্রাম মহল্লার কালাম প্রামাণিকের ছেলে।

কাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু সাঈদ জানান, শওকত নামে ওই যুবক একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে এসেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে সিরিয়াল নম্বরে গড়মিল পাওয়ায় আটক করে পুলিশে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউসুফ দেওয়ান রাজু/ এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।