এজেন্টদের বের করে দেয়ায় বিএনপির ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় ধানের শীষ প্রতীকের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল মিল্লাত।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি অভিযোগ করেন, কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। ভোট দেয়ায় তাদের বাধা দেয়া হচ্ছে। নির্বাচন হচ্ছে প্রশাসন বনাম বিএনপির মধ্যে। এতে এটাই প্রমান হয় এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এর আগে সকাল ৮টায় পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইভিএমে এ পৌরসভায় ভোট নেয়া হচ্ছে। কুলিয়ারচরে ভোটার সংখ্যা ২৫ হাজার ১৪৩ জন।

দ্বিতীয় ধাপের নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভা ও কুলিয়ারচর পৌরসভায় চলছে ভোটগ্রহন।কিশোরগঞ্জ পৌরসভায় ২৮টি কেন্দ্রে ৭১ হাজার ৮৪ ও কুলিয়ারচর পৌরসভায় ১২টি কেন্দ্রে ২৫ হাজার ১৪৩ জন ভোটার ভোট দিচ্ছেন।

নূর মোহাম্মদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।