চেয়ারে বসে কেন্দ্রে এসে ভোট দিলেন আমির হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

চেয়ারে বসে ভোট দিতে আসলেন প্যারালাইসিস রোগী ৮০ বছরের বৃদ্ধ আমির হোসেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে পৌর শহরের উত্তর আরপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয়ে চারজন যুবক চেয়ার বসিয়ে তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্যারালাইসিস রোগী আমির হোসেন কথা বলতে পারে না। অন্য কেউ যদি তাকে কোনো কিছু বলে তিনি চোখ নাড়িয়ে সর্মথন করেন। তিনি ভোটকেন্দ্রে এসে তার ভাতিজা রিগান আহমদকে উটপাখি মার্কায় ভোট দিয়ে যান।

আমির হোসেনের ছেলে রাজন আহমদ জাগো নিউজকে বলেন, নির্বাচনে আমার চাচাতো ভাই কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছেন। তাই চেয়ারে বসিয়ে বাবাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি।

লিপসন আহমেদ/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।