আ.লীগ-বিএনপিকে হারিয়ে মেয়রপদে বহিষ্কৃত নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিকে হারিয়ে মেয়রপদে নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত উপজেলার সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার হোসেন।

তিনি চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) প্রতীকে ৮ হাজার ১৮ ভোট ও বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনুজ্জামান (ধান) প্রতীকে ৮১৭ ভোট পেয়েছেন।

শনিবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে জগন্নাথপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট ভোটার ২৮ হাজার, ৬শ’ ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৯২ এবং নারী ভোটার ১৪ হাজার ২৫০ জন।

লিপসন আহমেদ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।