ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৮ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইঁদুর মারার বিষ পান করে আয়শা বেগম (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বেতাউকা (হাতিয়ে) গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের ঝুনু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। টের পেয়ে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নামজুল শাহাদাত জাগো নিউজকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্বজনরা মেয়েটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। বিষপানের কারণেই তার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার চৌধুরী বলেন, ‘পরিবারের লোকজন জানিয়েছেন মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।’

লিপসন আহমেদ/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।