হাওরপাড়ের শিশুরা পেল জামাতে নামাজ পড়ার উপহার

প্রতিদিন শিশুরা মসজিদে নামাজ পড়তে আসে। সঙ্গে ছোট কাগজে নিজের নাম লিখে এনে কাগজটি বাক্সে রেখে দেয়। এভাবে ৪০ দিন পর বাক্সটি খুলে দেখা হয়। যারা সবচেয়ে বেশি জামাতে নামাজে আসে তাদের পুরষ্কৃত করা হয়। মৌলভীবাজারে বড়লেখার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের ঘটনা এটি।
হাকালুকি হাওরপাড়ের প্রত্যন্ত এলাকায় শিশুদের ভালো কাজে উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছেন এলাকার এক যুবক। প্রথম ধাপে ৪০ দিন পার হবার পর তিনি ও তার চাচা ২৩ জন শিশুকে পুরষ্কার হিসেবে পাঞ্জাবী, পায়জামাসহ কিছু কাপড় উপহার দেন। এ সময় বিশেষ বিবেচনায় আরও ৭ জনসহ মোট ২৯ জনকে পুরষ্কৃত করা হয়।
রোববার (১৭ জানুয়ারি) দ্বিতীয় ধাপে ৪০ দিন জামাতে নামাজ পড়ার পর আরও ৩০ জন শিশুকে পুরষ্কার দেয়া হয়। দ্বিতীয় ধাপে শিশুদের তারা টি-শার্ট উপহার দেন।
এমএইচআর/এমএস