তিনদিন প্রসববেদনা সহ্যের পর জন্ম নিল ফুটফুটে ৩ শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:১৩ এএম, ২০ জানুয়ারি ২০২১

জামালপুরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ৩ জমজ শিশুর জন্ম দিয়েছেন এক প্রসূতি। নবজাতকদের মধ্যে ৩টিই ছেলে সন্তান।

মঙ্গলবার সদর উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ঝারকাটা গ্রামের মো. জাকিরুলের (২৮) স্ত্রী মোছা. জেসমিন আক্তার (২১) এই ৩ সন্তানের জন্ম দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গর্ভবতী অবস্থায় চিকিৎসক তার জমজ সন্তান হবে বলে জানিয়েছিলেন। শনিবার রাত থেকে প্রসববেদনা শুরু হলে মঙ্গলবার সকালে তাকে জামালপুর শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই ডাক্তারের পরামর্শে সিজার করে ৩টি সন্তানদের জন্ম হয়।

মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।