পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

নোয়াখালীতে পূর্ব শক্রতার জের ধরে ছুরিকাঘাতে মাজারুল ইসলাম তুর্জয় (২০) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার চৌমুহনি পৌরসভার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুর্জয় ওই গ্রামের মানিকের ছেলে।
স্থানীয়রা জানান, তুর্জয় বিকেলে বন্ধুদের নিয়ে কন্ট্রেক্টর মসজিদ এলাকায় হাঁটছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তুর্জয়কে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, নিহত তুর্জয় একটি হত্যা মামলার আসামি। সম্প্রতি সে জামিনে ছাড়া পায়। তারই জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চলাতে পারে।
মিজানুর রহমান/এসজে