পরিত্যক্ত ঘরে নবজাতকের কান্নার আওয়াজ, উদ্ধার করলেন নারী

গাইবান্ধা সদর উপজেলার পরিত্যক্ত একটি ঘর থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জাগো নিউজকে বিষয় নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাহিরবন্দ এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, ওই এলাকায় শিবলী বেগম নামে এক নারী বাঁধের ধারে একটি পরিত্যক্ত ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকটির কান্নার শব্দ শুনতে পান। পরে ঘরে গিয়ে তিনি কম্বল দিয়ে মোড়ানো একটি মেয়ে শিশুকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে পুলিশকে খবর দিলে শিশুটিকে এলাকাবাসীর সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে গোপনে কেউ শিশুটিকে পরিত্যক্ত ওই ঘরে রেখে গেছে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ইমরান বলেন, বর্তমানে শিশুটি সুস্থ আছে, তবে তাকে পর্যবেক্ষণে রাখার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এমআরআর