প্রচারণায় এগিয়ে নৌকা, নালিশে ধানের শীষ
আর মাত্র পাঁচ দিন পর তৃতীয় ধাপে পৌর নির্বাচন। বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় জোরেশোরে চলছে প্রচার-প্রচারণা। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রচার-প্রচারণায় এগিয়ে থাকলেও ধানের শীষের প্রার্থী শুধু নালিশে ব্যস্ত বলে অভিযোগ স্থানীয়দের।
৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ছুটছেন ভোটারদের ধরে ধারে। পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন সভা-সমাবেশ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং।
বর্তমান মেয়র ও নৌকা প্রতীকের প্রার্থী তৌহিদুর রহমান মানিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভোট প্রার্থনা করছেন। দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি। নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা।
অপরদিকে মাইকে প্রচারণা থাকলেও নীরবে চলছে ধানের শীষের নির্বাচনী প্রচারণা। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান মতিনের পক্ষে প্রকাশ্যে কোনো প্রচার-প্রচারণা কিংবা গণসংযোগ চোখে পড়েনি। তবে মতিন তার সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিএনপি কর্মীরা নীরবে প্রচারকাজ করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানিয়েছেন।
মিরেরচক মহল্লার দুদু মিয়া নামের এক ভোটার বলেন, ‘১৯৭২ সালের পর শিবগঞ্জে নৌকার জাগরণ চোখে পড়েনি। কিন্তু এবার সেই নৌকার জোয়ার এসেছে। নারী ভোটাররা স্বপ্রণোদিত হয়ে নৌকার মিছিল করছেন। এবার নৌকার জয় হবেই।’
পৌরসভার তেঘরি এলাকার ভোটার নুর মোহাম্মদ বলেন, ‘বিএনপির স্থানীয় নেতারা মাঠে নেই। প্রার্থীর প্রচারণাও কম। এমন অবস্থায় কোনো কর্মী প্রকাশ্যে প্রচারকাজে অংশ নিয়ে বিপাকে পড়তে চাচ্ছেন না।’
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মাস্টার বলেন, ‘আওয়ামী লীগ সরকার শিবগঞ্জ পৌরসভাসহ উপজেলায় যথেষ্ট উন্নয়ন করেছে। উন্নয়নের দিকে তাকিয়ে নৌকার জোয়ার উঠেছে ভোটারদের মাঝে। পৌরসভার উন্নয়নের স্বার্থে ভোটাররা আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।’
ধানের শীষের মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন বলেন, ‘আমাকে ঠিকমতো প্রচার-প্রচারণা চালাতে দিচ্ছেন না সরকারি দলের প্রার্থী। তিনবার হামলা চালানো হয়েছে আমার ওপর। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। তবে সুষ্ঠু ভোট হলে ধানের শীষেরই বিজয় হবে।’
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক বলেন, ‘ধানের শীষের প্রার্থী শুধুই নালিশ করে যাচ্ছেন। তাদের মাঠে কোনো লোক নেই, প্রচারণায়ও নেই। তিনি থাকেন বগুড়া শহরে। সকালে এসে দু-এক জায়গায় ভোট চেয়ে সন্ধ্যায় চলে যান। কোনো জনসমর্থন নেই। এ কারণেই ভোটারও তাদের সঙ্গে নেই।’
তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছরে পৌরবাসীর সেবা করে যে ভালোবাসা অর্জন করতে পেরেছি তাতে দ্বিতীয়বারের মতো পৌরবাসী আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন।’
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সার্বিক কার্যক্রম চলমান।’
আরএইচ/জেআইএম