সরিষাক্ষেতে নবজাতকের মরদেহ

বগুড়ায় সরিষাক্ষেত থেকে পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ জানুয়ারি) জেলার ধুনট উপজেলার তারাকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সরিষাক্ষেতে কার্টনের মধ্যে পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ধুনট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন খান, কে বা কারা নবজাতকটি ক্ষেতের মধ্যে ফেলে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরএইচ/জিকেএস