নিজের পোস্টার নিজেই লাগাচ্ছেন কাউন্সিলর প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৬ জানুয়ারি ২০২১

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় কাউন্সিলর প্রার্থী রানা শেখ প্রচারণার জন্য নিজেই নিজের পোস্টার লাগাচ্ছেন। বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৩০ জানুয়ারি তৃতীয় দফায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন ডাব বিক্রেতা স্বশিক্ষিত রানা শেখ।

তিনি প্রতীক পেয়েছেন টেবিল ল্যাম্প। এ জন্য তিনি নিজেই অটো ভ্যান নিয়ে ওয়ার্ডে বিভিন্ন মহল্লায় পোস্টার লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে প্রচারণায় নিজের পোস্টার নিজেই লাগিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন কাউন্সিলর প্রার্থী রানা শেখ।

jagonews24

৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন মোট চার প্রার্থী। এর মধ্যে বর্তমান কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসম শামছুদ্দোহা খন্দকার শামীম (উটপাখি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহ মণ্ডল (পানির বোতল), বিএনপি সমর্থিত মোকছেদুল রহমান দুলু মাস্টার (পাঞ্জাবি) ও রানা শেখ (টেবিল ল্যাম্প)। ওয়ার্ডের ভোটার সংখ্যা ২৭২৯ জন।

নিজেই পোস্টার লাগানোর ব্যাপারে রানা শেখ বলেন, নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করে তাহলে দেখিয়ে দেব কীভাবে জনসেবা করতে হয়।

শিবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ৩২ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।