এক গ্রামে তিন মেয়রসহ ৯ প্রার্থী
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে এক গ্রামেই তিন মেয়রসহ নয়জন প্রার্থী। ভোটাররা তাই কাকে রেখে কাকে ভোট দেবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে। মুখ ফুটে কোনো প্রার্থীকে ভোট দেয়ার কথা বলছেন না কেউ-ই। বাড়িতে একের পর এক প্রার্থীদের আসা-যাওয়ায় ঘুম হারাম ভোটারদের।
পৌর নির্বাচনে কলারোয়া পৌরসভার ৩নং গদখালী ওয়ার্ডে বইছে এমন নির্বাচনী হাওয়া। গ্রাম থেকে ভোটে অংশ নেয়া প্রার্থীরা হলেন— কলারোয়া গদখালী গ্রামের মেয়রপ্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, গাজী আক্তারুল ইসলাম ও নারগিছ সুলতানা।
সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন— রফিকুল ইসলাম, এএসএম এনায়েতুল্লাহ খাঁন, মুজাহিদুল ইসলাম, আসাদ খাঁন ও সংরক্ষিত কাউন্সিলর নাজমা বেগম ও সালমা আক্তার।
গদখালী গ্রামের পশ্চিমপাড়া বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, একজন প্রার্থী ভোট চেয়ে বাড়ি থেকে বের হতে না হতেই অন্য প্রার্থী তার কর্মীদের নিয়ে বাড়িতে হাজির হচ্ছেন। ভোট চাইতে সিরিয়াল ধরে কখনও প্রার্থী কখনওবা অন্য প্রার্থীর কর্মীরা হুটপাট করে বাড়ির মধ্যে প্রবেশ করছেন। এ অবস্থায় তারা কাকে রেখে কাকে ভোট দেবেন তা নিয়ে বেকায়দায় পড়েছেন।
আসমা বেগম বলেন, তার স্বামী সারাদিন অন্য গ্রামে দিন মজুরি শেষে রাতে বাড়ি ফেরেন। সারারাত ধরে একের পর এক প্রার্থী ও কর্মীরা দরজায় টোকা দিয়ে ঘুম থেকে তুলে ভোট ও দোয়া চাইছেন। একই গ্রামে প্রার্থী বেশি হওয়ায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।
তিনি রেগে বলেন, ‘ভোটে দাড়াতি বাতিক চাগায়, গ্রাম উন্নতির খবর নাই।’
গদখালী গ্রামের কলেজ ছাত্রী হোসনে আরা লাকী জানান, প্রার্থী দেখলেই গ্রামের ভোটাররা গা ঢাকা দিচ্ছেন। প্রার্থীজটে ঘুরপাক খাচ্ছে গ্রামবাসী। সবাই একই গ্রামের মানুষ। সামাজিক নানা কারণে সবাইকে দরকার হয়। ভোটারদের তাই ‘শ্যাম রাখি, না কুল রাখি অবস্থা’।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কলারোয়া পৌরসভার ৩ নং গদখালী ওয়ার্ডে মোট ভোটার ২৮৬৯ জন। এরমধ্যে মহিলা ভোটার ১৫২৭ ও পুরুষ ভোটার ১৩৪২ জন।
ওয়ার্ডঘুরে দেখা গেছে, ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় প্রার্থীরা দিন-রাত কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে ছুটছেন। অনেক সময় ভোটারদের বাড়িতে সৃষ্টি হচ্ছে প্রার্থীজটও। প্রচারণাকালে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এছাড়া ওয়ার্ডে ৯ প্রার্থীসহ অন্য এলাকার প্রার্থীদের পোস্টার-ব্যানারে গোটা এলাকা ছেঁয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ, রহিমসহ কয়েকজন জানান, গত দুইবার পৌর নির্বাচনে এই ওয়ার্ডের বাসিন্দা গাজী আক্তারুল মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই।
এবার এখানে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে তারা বলেন, এলাকাবাসী অনেক সচেতন, তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তবে এবার নির্বাচনে তাদের ওয়ার্ড থেকে মেয়র, সাধারণ কাউন্সিলরের সঙ্গে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীকেও নির্বাচিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।
আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৮৪ ও মহিলা ভোটার ১০ হাজার ৯৯৬ জন।
এএএইচ/জিকেএস