ধানের শীষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৬ জানুয়ারি ২০২১

নড়াইলের পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থী জুলফিকার আলীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শহরতলীর মহিলা কলেজের পাশে গোচর বটতলার ধানের শীষের প্রধান কার্যালয়ের সামনে দিয়ে নৌকা সমর্থকের মোটরসাইকেল শোভাযাত্রা যাচ্ছিল। তারা জুলফিকার আলীর ধানের শীষের অফিসের সামনে যাত্রাবিরতি করে। এ সময় অফিসে কেউ না থাকায় চেয়ার-টেবিল, আসবাবপত্র ভাঙচুর করে।

বিএনপি প্রার্থী জুলফিকার আলী বলেন, ‘মাত্র একটাই নির্বাচনী অফিস করেছি। সেটাও ভেঙে দেয়া হলো। কীভাবে ভোট করবো?’

ঘটনা জানানোর জন্য তিনি পুলিশ সুপারকে ফোন করেছিলেন। কিন্তু তিনি রিসিভ না করায় অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাচন অফিসারকে জানিয়েছেন বলে জানান জুলফিকার।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে।

হাফিজুল নিলু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।