এসিল্যান্ডের বিরুদ্ধে ৪ লাখ জরিমানা করে ২ লাখের রশিদ দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:০০ এএম, ২৭ জানুয়ারি ২০২১
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঠালিয়ায় মেসার্স ত্বোহা ব্রিকস ফিল্ডে অনিয়মের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুমিত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এরপর সেখান থেকে চার লাখ টাকা জরিমানা নিয়ে দুই লাখ টাকার রশিদ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে ওই দুই লাখ টাকা ব্রিক ফিল্ড মালিককে ফেরত দেয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে থেকে দুপুর পর্যন্ত কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ইট ভাটার মালিক (পার্টনার) মো. শাহিন আকন বলেন, ‘২৫ জানুয়ারি সকাল দশটার দিকে এসিল্যান্ড সুমিত সাহা তার অফিসের নাজির মাঈনুল ও কয়েকজন পুলিশ সদস্য নিয়ে আমাদের ব্রিক ফিল্ডে উপস্থিত হন। এ সময় কাঠ পোড়ানোসহ নানান অভিযোগে আমার কাছে দশ লাখ টাকা দাবি করেন। এ টাকা দিতে অস্বীকার করলে ফায়ার সার্ভিসের লোক দিয়ে ভাটার চুলায় পানি দিয়ে নিভিয়ে ফেলা হয় এবং ফিল্ডের মূল মালিকের শ্বশুর হাবিবুর রহমান ও ফিল্ড স্টাফ মফিজুলকে আটক করে এসিল্যান্ডের গাড়িতে করে কাঠালিয়া সদরে এসিল্যান্ড অফিসে নেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘দুপুরে চার লাখ টাকা নিয়ে নাজির মাঈনুলকে বুঝিয়ে দিলে এসিল্যান্ড অফিসে আদালত বসিয়ে ০৫/২০২১ নম্বর মামলা দিয়ে একটি রশিদ দেয়া হয়। এরপর আটক হাবিব এবং মফিজুলকে ছেড়ে দেয়া হয়। ফিল্ডে ফিরে দেখি, এসিল্যান্ড অফিস থেকে যে রশিদ দিয়েছে তাতে (ক্রমিক নং ৪৮০৮২৩) দুই লাখ টাকা লেখা রয়েছে। এরপর আমি এবং মূল মালিক এনামুল হোসেন বিষয়টি মোবাইল ফোনে ঝালকাঠির জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলকে জানায়।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে ভাটার মালিক মো. এনামুল হক বলেন, ‘অবৈধভাবে নেয়া দুইলাখ টাকা নানান চাপের কারণে ফেরত দেয়ার চেষ্টা চালাচ্ছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন।’

তবে সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহা ৪ লাখ টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, ‘অন্য কেউ টাকা নিয়েছে কিনা আমার জানা নেই। আমি ২ দুই লাখ টাকা জরিমানা করেছি এবং সেই টাকার রশিদ দিয়েছি। জেলা প্রশাসক স্যার আমার কাছে বিষয়টি জানতে চেয়েছেন। আমি বলেছি, তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, ‘মেসার্স ত্বোহা ব্রিকস ফিল্ডে একটি অভিযান পরিচালিত হয়েছে। সেখানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে অন্য কিছু আমার জানা নেই।’

মো. আতিকুর রহমান/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।