মাগুরায় বিএনসিসির স্বেচ্ছাসেবা সপ্তাহ পালন

করোনাভাইরাস প্রতিরোধে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
সভায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার -পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্ট খুলনা অঞ্চল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং পালন করছে। ক্যাম্পিংয়ে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগণকে সচেতন করতে র্যালি, মাস্ক ও লিফলেট বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মুজিববর্ষে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান আয়োজক কমিটির সদস্যরা।
খুলনা সুন্দরবন রেজিমেন্টের (জি আর্টিলারি) মেজর মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ দেবদ্রব ঘোষ, ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম, বিইউও প্রভাষক ইমরান নাজির, পিইউও প্রভাষক তরিকুল ইসলাম এবং পিইউও সহকারী শিক্ষক মো. ফিরোজ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
পরে এ সরকারি কলেজ চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরাফাত হোসেন/এসআর/জেআইএম