এতিম কিশোরী ধর্ষণ, মাদরাসা শিক্ষকের দায় স্বীকার
সুনামগঞ্জের ছাতকে এতিম কিশোরী (১৩) ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদরাসা শিক্ষক হাফিজ সোলেমান আলী (৩০) আদালতে স্বীকারোমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দীনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. সেলিম নেওয়াজ বলেন, ওই শিক্ষক আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে তিনি আরও বলেন, পিতা-মাতাহীন ওই কিশোরী বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। গত বছরের ৫ নভেম্বর কাজে যাওয়ার সময় ওই কিশোরীকে পাশের জাতুয়া গ্রামের বড় বোনের বাড়িতে রেখে যান। ওই দিন রাতে তাকে ধর্ষণ করে বোনের ভাসুর হাফিজ সোলেমান আলী। এরপর বেশ কয়েকবার তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। এতে কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন। পরে ওই কিশোরীর বড়বোন বাদি হয়ে মামলা দায়ের করেন।
সোলেমান আলী উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের ক্বারী আপ্তাব আলীর ছেলে। তিনি হবিগঞ্জের একটি মাদরাসায় শিক্ষকতা করেন।
লিপসন আহমেদ /আরএইচ/জিকেএস