কালিয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ফকির মুশফিকুর রহমান।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

এ সময় নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র একরামুল হক টুকু, সাবেকর পৌর মেয়র এমদাদুল হক টুলু, জেলা আওয়ামী লীগ নেতা মোল্লা এমদাদুল হকসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুশফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

হাফিজুল নীলু/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।