বাসচাপায় ৭১ টিভির সংবাদকর্মী নিহতের ঘটনায় হেলপার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২১
ছবি : মো. আতিকুর রহমান

বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধরের (৩৫) নিহতের ঘটনায় দায়ী ভিক্টর বাসের হেলপার মো. মামুন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোররাতে তাকে ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর এলাকা ডেবরাগ্রামে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাসের হেলপার মামুন হাওলাদার একই উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মাধবপাশা গ্রামের মো. দেলোয়ার হাওলাদারের ছেলে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় প্রগতি সরণির নর্দ্দা ফুটওভার ব্রিজের কাছে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস গোপাল সূত্রধরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত গোপালকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর গুলশান থানা পুলিশ ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি জব্দ করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

মো. আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।