নওগাঁয় ভ্যাকসিন পাচ্ছেন ৪২ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

নওগাঁয় ৮৪ হাজার ৪শ’ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন এসেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে টিকা বহনকারী একটি ফ্রিজারভ্যানে করে ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে।

নওগাঁ সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ ভ্যাকসিন পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের সংরক্ষণাগারে রাখা হয়েছে। তবে সেখানে আগে থেকেই টিকা সংরক্ষণের জন্য ছয়টি ফ্রিজ প্রস্তুত করে রাখা ছিল। ৭ ফেব্রুয়ারি বা তার পরেই টিকদানের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

নওগাঁ সিভিল সার্জন আরও বলেন, প্রথম চালানে ৩৫ কার্টনে ৮ হাজার ৪০০ ভায়েল (শিশি) টিকা এসেছে। প্রতি ভায়েলে রয়েছে ১০ ডোজ ভ্যাকসিন। সে হিসেবে মোট ৮৪ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন আমরা হাতে পেয়েছি। জনপ্রতি দুই ডোজ হিসেবে ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া যাবে।

তিনি আরও বলেন, নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দেওয়ার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। জেলা সদর হাসপাতালে চারটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে ছয়জন প্রশিক্ষিত ব্যক্তি এই টিকা প্রয়োগের দায়িত্ব পালন করবেন।
এরমধ্যে দুইজন প্রশিক্ষিত টিকাকর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক।

ইতোমধ্যে করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক ও নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্করা অন্যতম। পরবর্তী ধাপে অন্য শ্রেণি পেশার মানুষদের টিকা দেয়া হবে।

আব্বাস আলী/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।