ধুনটে নৌকা প্রতীকের কর্মীসহ দুজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৪০ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

 

বগুড়ার ধুনট পৌর নির্বাচনে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নৌকা প্রতীকের কর্মীসহ দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ধুনট পৌর এলাকার অফিসার পাড়ার আজাহার আলীর ছেলে নৌকা প্রতীকের কর্মী মঞ্জুরুল ইসলাম (৪১) ও চরধুনট এলাকার বাদশা প্রামাণিকের ছেলে উজ্জ্বল হোসেন (২৮)।

ধুনট পৌর এলাকার চরধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট পৌর নির্বাচনে সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১১টার দিকে চরধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মীরা প্রবেশ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের এজেন্ট সেলিম হোসেনকে মারপিট করে আহত করে।

এ খবর ছড়িয়ে পড়লে ওই কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থল থেকে মঞ্জুরুল ও উজ্জ্বলকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বগুড়ার শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুজনকে আটকের পর পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।