শিবগঞ্জে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ভোট বর্জন করছেন বিএনপির প্রার্থী মতিউর রহমান মতিন। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকাল ৯টায় নৌকা মার্কার লোকেরা ৯টি ও ১০টায় বাকি দুই কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারতে থাকেন। এ বিষয়ে প্রশাসনে অভিযোগ করেও কোনো সুফল হয়নি।

তিনি আরও বলেন, ছয় কেন্দ্রে ব্যালট পেপার শেষ হয়ে গেছে। বেড়াবালা, বন্তেঘড়ি, দহিলা, আচলাই, সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নাটমরিচা ও গরিবপুর অস্থায়ী ভোট কেন্দ্রের সব ব্যালট ছিনিয়ে নৌকার ছিল মেরেছে।

সবুজ রংয়ের টুপি পরা নৌকার সর্মথকরা ঘুরে ফিরে ভোট দিচ্ছে। সবুজ রংয়ের টুপি পরলে প্রশাসন তাদের কোনো অসুবিধা করছে না।

২নং ওয়ার্ডে বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী এজেন্ট আব্দুল হান্নান (৪০) জানান, আমাদের মারপিট করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। নৌকার লোকেরা ব্যালট নিয়ে ইচ্ছামত সিল মারছে।

এক প্রশ্নের বিএনপির প্রার্থী মতিন বলেন, তিনি কোনো লিখিত অভিযোগ করেননি। তবে মৌখিকভাবে জানিয়েছি।

এ বিষয়ে রিটার্নিং অফিসার জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহাবুব আলম শাহ বলেন, কোনো আভিযোগ পাইনি। সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।

এএইচ/এএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।