ধামইরহাটে নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

 

নওগাঁর ধামইরহাট পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আমিনুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

নৌকা প্রতীকে ভোট পেয়েছেন সাত হাজার ৯৮২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী চপল পেয়েছেন তিন হাজার ৪৯ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই একটানা শান্তিপূর্ণবাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর ভোট হওয়ায় পৌরসভায় ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৪০ জন। ব্যালটের মাধ্যমে ৩৮টি বুথে ও ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়।

আব্বাস আলী/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।