গোবিন্দগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:৫২ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুকিতুর রহমান রাফি (নারিকেল গাছ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল মোত্তালিব বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে মুকিতুর রহমান রাফি (নারিকেল গাছ) পেয়েছেন ১১ হাজার ১৪৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিপ্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৪৯৪ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট।

এর আগে পৌরসভার ১৫ কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা ঘটেনি।

এবার গোবিন্দগঞ্জ পৌরসভায় ৯ ওয়ার্ডের মোট ভোটার ২৯ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৩০৫ জন।

জাহিদ খন্দকার/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।