নড়াইল আইনজীবী সমিতির সভাপতি উত্তম, কায়েস সম্পাদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ সভাপতি ও অ্যাডভোকেট মো. মাহামুদুল হাসান কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিনিয়র আইনজীবী সেখ নূর মোহাম্মদ ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএফএম হেমায়েতুল্লাহ হিরু বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এছড়াও সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার বিশ্বাস, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন আহম্মদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট লাভলী আক্তার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সদস্য পদে অ্যাডভোকেট অরবিন্দু কুমার মল্লিক (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অ্যাডভোকেট মিশকাতুর রহমান সজীব (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অ্যাডভোকেট রাজু আহম্মেদ রাজু (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অ্যাডভোকেট মো. টুটুল সিকদার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল থেকে বিকাল পর্যন্ত ১২০ ভোটারের মধ্যে ১১৯ ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।