আদমদীঘিতে ২০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে প্রায় ২০ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ী এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কুশাবাড়ী এলাকার আবুল হোসেনের জমি থেকে মাটি কাটার সময় মূর্তিটির সন্ধান পান শ্রমিকরা। পরে তারা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি থানা হেফাজতে নিয়ে আসে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মূর্তিটির ওজন প্রায় ২০ কেজি। আয়তনে ৩ ফিট ৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফিট ৭ ইঞ্চি প্রস্থ। মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের কালো পাথরের বিষ্ণুমূর্তি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এএএইচ