নড়াইলে‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর’ উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর’-এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আর্থিক সহযোগিতায় আনুমানিক ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ চত্বরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথিও ছিলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফখরূল হাসান, নবনির্বানিত নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।

হাফিজুল নিলু/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।