সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে রেড অ্যালার্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

সুন্দরবনের অভ্যন্তরে বাঘ, হরিণসহ বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ সুন্দরবন পূর্ব বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন বুধবার (৩ ফেব্রুয়ারি) রেড অ্যালার্ট বাস্তবায়নে মৌখিকভাবে সংশ্লিষ্ট সব ফাঁড়ি ও ক্যাম্পগুলোকে নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন।

তিনি জানান, সম্প্রতি বনের ভেতর ও সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী নিধন বেড়ে যাওয়ায় এ রেড অ্যালার্ট জারি করা হয়। পাশাপাশি বনরক্ষীদের টহল জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বনে ছোট ডিঙি নৌকা চলাচলের ওপরও সাময়িক নিষেধাজ্ঞা দেয়াসহ কোনো কোনো স্টেশন এলাকায় সব ধরনের পাস-পারমিট ইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে সুন্দরবনে বৈধ পাস-পারমিট নিয়ে যেসব জেলে-বনজীবী গিয়েছিলেন, তাদের বন থেকে বেরিয়ে আসতে নির্দেশ দিয়েছে বন বিভাগ।

সাম্প্রতিককালে বনের অভ্যন্তরে বাঘ, হরিণসহ বিভিন্ন চোরা শিকারি ও পাচারকারী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। বন বিভাগ, র‍্যাব, পুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বন্যপ্রাণী নিধন রোধে ব্যাপক অভিযান চালালেও কোনোভাবেই থামছে না সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা। এর মধ্যে গত তিন দিনে চারটি মাথাসহ ১০৯ কেজি হরিণের মাংস জব্দ এবং পাঁচ শিকারিকে আটক করা হয়েছে।

এরশাদ হোসেন রনি/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।