প্রধানমন্ত্রী ও কাদেরের বিকৃত ছবি ফেসবুকে, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত ও ব্যঙ্গ করে ফেসবুকে শেয়ার করার অভিযোগে মনির খান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় জেলার বিরামপুরের কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক মনির খান ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সোমবার (১ ফেব্রুয়ারি) মনির খানের নিজ ফেসবুক আইডি থেকে (Md. Monir Khan) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত ও ব্যঙ্গ করে ফেসবুকে শেয়ার করেন।

এ ব্যাপারে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় হাকিমপুরের খট্টা মাধবপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাদী হয়ে মনির খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এমদাদুল হক মিলন/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।