‘জীববৈচিত্র সংরক্ষণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

জীববৈচিত্র সংরক্ষণে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার বিশ্বাস করে প্রকৃতি এবং জীববৈচিত্র যথাযথ সংরক্ষণ করতে না পারলে দেশ ও দেশের মানুষকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তাই সরকার জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব প্রতিরোধে এবং জীববৈচিত্র সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখছে।’

উপমন্ত্রী বলেন, ‘যে কেউ ভালো কাজের উদ্যোগ গ্রহণ করলে সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। সকলের সম্পৃক্ততা না থাকলে কোন ভালো কাজের সফলতা আনা সম্ভব নয়। প্রকৃতি, জীববৈচিত্র এবং জলবায়ুর ইতিবাচক পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছে। বৃক্ষরাজি না থাকলে পাখিদের আবাসস্থল থাকবেনা। এ ক্ষেত্রে পাখিদের আবাস এবং খাদ্য নিশ্চিত করতে বৃক্ষ রোপন করতে হবে।‘

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারী, সামাজিক বন অঞ্চল যশোরের বন সংরক্ষক ও বিবিসিএফের প্রতিষ্ঠাতা মোল্লা রেজাউল করিম, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ রাজশাহী আহম্মদ নিয়ামুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী জিল্লুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ও বিবিসিএফের উপদেষ্টা ড. বিধান চন্দ্র দাস, বিবিসিএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. এস এম ইকবাল হোসেন, বিবিসিএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল, নিরাপদ নওগাঁ’র চেয়ারম্যান ও বিবিসিএফের কেন্দ্রীয় সদস্য এম সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।

এর আগে মহাদেবপুর উপজেলা সদরে মধুবন এলাকায় আত্রাই নদে প্রায় দুই কিলোমিটার জুড়ে প্রাকৃতিকভাবে অবস্থান নেয়া পাখির অভয়ারণ্য পরিদর্শন করেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

আব্বাস আলী/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।